মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোরে করোনায় সংক্রমিতের সংখ্যা ১ হাজার ১০০ ছাড়াল। আজ বুধবার এক দিনে সর্বোচ্চ ৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১ হাজার ১৫১। বুধবার রাতে যশোরের সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. রেহেনেওয়াজ জানান, সোমবার জেলা থেকে ২১৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। বুধবার সেখান থেকে আসা প্রতিবেদনে ৭০ জনের পজিটিভ এসেছে।