মোঃ নাজমুল হুদা,লামা:
বান্দরবানের লামা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন (নিমার্ণ) উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই,২০২০ ইং) বিকাল ৫টায় পরিষদের পিছনে লামার বহুল প্রত্যাশিত উপজেলা পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন পাইলিং কাজের দোয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়। বর্ণিত ভবন মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে কাজের শুভ উদ্বোধন করেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
এ সময় আরও লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনুর রহমানস,মওঃ মোঃ আজিজুর রহমানহ অনেকে অংশ নেন। লামা উপজেলা প্রকৌশলী মোঃ নাজিম উদ্দীন জানান,স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে ৪ তলা বিশিষ্ট আধুনিক উপজেলা প্রশাসনিক ভবন ও হলরুমটি ৬ কোটি ৯২ লক্ষ টাকা ব্যয়ে লামা আফিসের তত্ত্বাবধানে নির্মাণ কাজ চলমান। বান্দরবানের ঠিকাদারি প্রতিষ্ঠান এস,অনন্ত বিকাশ ত্রিপুরা কাজ করছেন। আগামী ২৯ নভেম্বর, ২০২১ ইং, মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে।