নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের ধীতপুর উচ্চ বিদ্যালয়ের হলরুম মিলানায়তনে একাডেমিয়া ছাত্রকল্যাণ ফাউন্ডেশন, এর উদ্যোগে ২০২০ সালের এস এস.সি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক এম.এ ফারুকের সভাপতিত্বে এবং একাডেমিয়ার সভাপতি মাসুম বিল্লাহর সঞ্চালনায় ও পরিচালনায় এবং সহ-সভাপতি শেখ সজিম আহমেদ এর স্বাগতম বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদ হাসান সুমন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মগটুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান মামুন,ইশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, মোহাম্মদ আব্দুল হাদী, ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের অধ্যক্ষ আলমগীর কবির, ঈশ্বরগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল কলেজের পরিচালক ম. তানহার আলী এছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।