শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

ই-পেপার

মহাপ্রতারক সাহেদের গ্রেফতারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্বস্তি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২০, ৪:৪৭ অপরাহ্ণ

নির্মল বড়ুয়া মিলন:

মহাপ্রতারক সাহেদের গ্রেফতারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্বস্তি
সাহেদের নজিরবিহীন প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির প্রত্যক্ষ ও পরোক্ষ সকল সহযোগিদেরকেও অবিলম্বে গ্রেফতার করুন
সাহেদকা- যাতে প্রচারসর্বস্ব মাতামাতির মধ্যে শেষ না হয় তা নিশ্চিত করুন

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে রিজেন্ট হাসপাতালের পরিচালক মহাপ্রতারক সাহেদের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন এবং বলেছেন সাহেদের নজিরবিহীন প্রতারণা ও জালিয়াতির প্রত্যক্ষ ও পরোক্ষ সকল সহযোগিদেরকেও দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সাহেদের দুস্কর্ম ও প্রতারণামূলক শত কর্মকা-ের  যারা অংশীদার তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা প্রয়োজন। গত এক যুগে সরকার ও সরকারী দলের ছত্রছায়া সাহেদ কিভাবে তার দুর্নীতি ও প্রতারণার জাল এতদূর বিস্তৃত করতে পারল সরকার ও সরকারি দলের দেশবাসীর কাছে তার পরিস্কার ব্যাখ্যাও হাজির করা প্রয়োজন। তিনি বলেন, অতীতে অনেক মেগা দুর্নীতিবাজ-মাফিয়াদের মত সাহেদের প্রতারণার বিষয়টি যাতে শেষ পর্যন্ত প্রচারসর্বস্ব মাতামাতির মধ্যে নিঃশেষ না হয়ে যায় দেশের মানুষ সে ব্যাপারে নজর রাখবে, সতর্ক থাকবে।

বিবৃতিতে তিনি সাহেদ, সাবরিনা, আরিফুল ও মিঠুদের এই সরকারের শত অপরাধের বিশ^াসযোগ্য নিরপেক্ষ তদন্ত, সকল দুর্বৃত্ত অপরাধীদের গ্রেফতার, তাদের উপযুক্ত বিচার ও তাদের অবৈধ স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান।

শাজাহান সিরাজের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ অপর এক বিবৃতিতে স্বাধীনতার ইশতেহার পাঠক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএনপি নেতা শাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং  বলেন, মুক্তিযুদ্ধের সাথে শাজাহান সিরাজ ছিলেন অঙ্গাঙ্গিভাবে যুক্ত। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের আগে ও পরে তার সংগ্রামী ভূমিকা জাতি শ্রদ্ধার সাথেই স্মরণ করবে।

বিবৃতিতে তিনি শাজাহান সিরাজের জীবনের সংগ্রামী অধ্যায়ের প্রতি গভীর সম্মান জ্ঞাপন করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর