চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
সামাজিক সংগঠন ‘স্বপ্নপক্ষ’ আজ ৯ মে শনিবার পাবনার চাটমোহর পৌরসদর সহ উপজেলা বিভিন্নস্থানে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে। সংগঠনটি পরিবারের প্রতি ৫ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ২ কেজি আলু, ১ লিটার সোয়াবিন তেল ও ২পিস করে ডেটল সাবান প্রদান করেছে।
‘স্বপ্নপক্ষ’র পক্ষে সাবরিনা খন্দকার স্পর্শ, মহিউদ্দিন রাজা, নাহিদ হাসান ননী, মেহেদী হাসান অন্তর, মো: আশিকুর রহমান (১), জান্নাত আরা জেবা, আশিকুর রহমান (২), তানভীর রহমান, সাহরিনা খন্দকার স্পৃহা, মাহফুজ আলম সুমন বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী’র প্যাকেট গুলো পৌঁছে দেন। সংগঠনটি সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে ২০টি পরিবারকে খাদ্য সামগ্রী’র প্যাকেট পৌঁছে দিয়েছে।