মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় যশোরের অভয়নগরে স্বাস্থ্যবিধি মেনে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে কৃষক প্রশিক্ষণ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সায়েদা নাসরিন জাহান। এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে এবারের কৃষি মেলা উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
১৪ জুলাই মঙ্গলবার হতে ১৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত মেলা চলবে। ১৬ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনদিন ব্যাপী মেলার সমাপ্তি ঘটবে।