আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা জিয়াদ আলী ফকির (৮৫) বার্ধক্য জনিত কারনে সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি…….রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে নাতী-নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে মরহুমের জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ পরিবার সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।