শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

ই-পেপার

যাত্রীদের শারীরিক দূরত্ব মানছে না ছোট ছোট বাহন : বাড়ছে করোনার ঝুঁকি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৫:৪৩ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোর জেলার বিভিন্ন রুটে চলাচলকারী ছোট ছোট বাহন যাত্রীদের শারীরিক দূরত্ব মানছে না। তারা আসনের অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে। ফলে, এসব বাহন করোনা সংক্রমনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। দীর্ঘদিন ধরে যশোর শহরের মনিহারস্থ বাসস্ট্যান্ড থেকে সিভিল কোর্ট, চাঁচড়া বাজার মোড় হয়ে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ চলাচল করে থ্রি-হুইলার ও এক ধরনের চার চাকার বাহন। একই স্থান থেকে মুড়লি হয়ে মনিরামপুর উপজেলা সদর পর্যন্ত এগুলো চলাচল করে। এছাড়া শহরের দড়াটানা থেকে সদর উপজেলার চুড়ামনকাটি বাজার পর্যন্ত চলাচল করে থ্রি-হুইলার।

 

আবার দড়াটানা ব্রিজ থেকে কাশিমপুর বাজার পর্যন্ত এই বাহন চলাচল করে। পুলেরহাট থেকে রাজগঞ্জ পর্যন্ত নিয়মিতভাবে গণপরিবহনের পাশাপাশি ইজিবাইক চলাচল করে। চলতি বছরের মার্চে দেশের প্রথম করোনা রোগী শনাক্তের পর ওই মাসের শেষের দিকে লকডাউন কার্যকর হওয়ায় দেশের অন্যান্য স্থানের মতো যশোর অঞ্চলের বিভিন্ন রুটের গণপরিবহন চলাচল পুরোপুরি বন্ধ থাকে। কিছুদিন পর শর্তসাপেক্ষে শারীরিক দূরত্ব মেনে চলার শর্তে চলতে দেয়া হয় গণপরিবহন। এখনও পর্যন্ত যশোর অঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী গণপরিবহন শারীরিক দূরত্ব মেনেই চলছে।

 

কেবল মানছে না ছোট ছোট বাহনগুলো। তারা ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে। থ্রি-হুইলারে সর্বোচ্চ দশজন যাত্রী বসার ক্যাপাসিটি থাকলেও করোনার মধ্যে ১১/১২ জন যাত্রী নিয়ে চলাচল করছে। একই অবস্থায় চলছে চার চাকার গাড়ি ও ইজিবাইক। বিশেষ করে মনিহার থেকে রাজগঞ্জ বাজার ও মনিরামপুর উপজেলা সদরে চলাচলকারী থ্রি-হুইলার চার চাকার গাড়ি যাত্রীদের শারীরিক দূরত্ব মানছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর