মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোর জেলা সিভিল সার্জন ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. শেখ আবু শাহীন করোনা ভাইরাসে ( কোভিড – ১৯ ) আক্রান্ত হয়েছেন। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহনেওয়াজ। তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের পরীক্ষায় রোববার ফলাফলে চার জেলার আরও ৮০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন যশোরের সিভিল সার্জনও। বেশ কিছুদিন তার জ্বর হওয়ায় শনিবার নিজের নমুনা দিয়েছিলেন তিনি। রোববার পাওয়া ফলাফলে জানতে পেরেছেন তার করোনা পজিটিভ। ডা. রেহনেওয়াজ আরও বলেন, সিভিল সার্জন সুস্থ আছেন।
আপাতত তিনি সরকারি বাংলোতে আইসেলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এনিয়ে যশোরে করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য গঠিত জেলা কমিটির তিন জন সদস্য করোনায় আক্রান্ত হলেন। প্রথম আক্রান্ত হয়েছিলেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়। ইতিমধ্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন। পরে আক্রান্ত হন কমিটির আরেক সদস্য ও প্রেসক্লাব যশোরের সভাপতি জনাব জাহিদ হাসান টুকুন। তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। এদিকে, যশোরের ডেপুটি সিভিল সার্জনও ক্যান্সারে আক্রান্ত।
ফলে স্বাস্থ্য প্রশাসন সামলানোর জন্য বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এই অবস্থায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মীর আবু মাউদকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে নিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, রোববার দুপুর পর্যন্ত যশোরে করোনায় মোট আক্রান্ত ৯৮৩ জন। আর সুস্থ হয়েছেন ৪৮৭ জন। এপর্যন্ত যশোরে মৃত্যুবরণ করেছেন ১৫ জন।