শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে করোনা আক্রান্ত ছাড়ালো চার হাজারে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১২ জুলাই, ২০২০, ৫:২২ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
মহামারী করোনা ভাইরাস শুরুর পর থেকে বরিশাল বিভাগের ছয় জেলার সর্বশেষ তথ্যানুযায়ী চার হাজার ৬০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে এক হাজার ৫০৪ জন আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়েছেন। ছয় জেলায় মোট ৮৩ জনের মৃত্যু হয়েছে।

রবিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রের পাওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ১১৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলার ৪২ জন রোগী সুস্থ হয়েছেন। এছাড়াও বিভাগের বরিশাল জেলায় ৩১ জন, পটুয়াখালীতে ২৫ জন, ঝালকাঠিতে ১১ জন, পিরোজপুরে ছয় জন, বরগুনায় পাঁচ জন ও ভোলায় পাঁচ জনসহ মোট ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বরিশাল জেলায় এ পর্যন্ত ১৮৯৮ জন, পটুয়াখালীতে ৬৭৫ জন, ভোলায় ৩৮৮ জন, পিরোজপুরে ৩৮৯ জন, বরগুনায় ৩৮৩ জন ও ঝালকাঠিতে ৩২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে বিভাগের ছয় জেলায় ১৫০৪ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদেরকে ইতিমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর