মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

ই-পেপার

কেশবপুরের সাগরদাঁড়ী ও হাসানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা  স্বস্তি আর শান্তিতে থাকতে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিন : শাহীন চাকলাদার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১১ জুলাই, ২০২০, ৬:৪৭ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, দেশের শতকরা ৮০ ভাগ মানুষ বিশ্বাস করে নৌকার সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের মানুষ স্বস্তিতে থাকে শান্তিতে থাকে, পরিবার-পরিজনকে নিয়ে ভালোমন্দ খেয়ে বসবাস করতে পারে, দেশে ব্যাপক উন্নয়ন হয়। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, আওয়ামী লীগ যদি শক্তিশালী হয়, তবে সরকারও শক্তিশালী হয়। ঐক্যের কোনো বিকল্প নাই। নেত্রীর দেওয়া নৌকা আগামী ১৪ জুলাই বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, বিএনপি- জাতীয় পার্টি দেশের ক্ষমতায় ছিল, কিন্তু তারা দেশের মানুষের কল্যাণে কোনো কাজ করেনি। যে কারণে দেশের মানুষ এখন একধারায় ফিরে এসেছে।

 

তারা নৌকার বাইরে কাউকে ভোট দিতে চায় না। তাই জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এই উপনির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। যে ষড়যন্ত্র কখনই সফল হবে না। আগামী ১৪ জুলাই বিপুল ভোটের মাধ্যমে নৌকাকে বিজয়ী করে ভোটাররা বিএনপির ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিবে। বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত সাগরদাঁড়ী ইউনিয়নের কাস্তা বাজার, চিংড়া বাজার, সাগরদাঁড়ী বাজার, হাসানপুর ইউনিয়নের বগা মোড় ও হাসানপুর বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,

 

সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাগরদাঁড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, পৌর আওয়ামী লীগনেতা ইকবাল খান, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান ওহাব, শাহদুজ্জামান শাহীন, জি এম আলতাফ হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com