রবিবার, ১৯ মে ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

ই-পেপার

সেঞ্চুরি একাডেমির সৌজন্যে সাতক্ষীরা থেকে ৪,৮৪৯টি গাছের চারা ঢাকায় প্রেরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ৬:১৮ অপরাহ্ণ

এস এম সোহাগ রানাঃ

তালা সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা থেকে ৪,৮৪৯টি গাছের চারা ঢাকায় প্রেরণ।বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব দেলোয়ার হোসেনের নির্দেশনা অনুযায়ী ঢাকায় গাছের চারা প্রেরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের বন ওপরিবেশ বিষয়ক উপ কমিটি এবং Green Environment Movement সহযোগিতায় বিভিন্ন ধরনের ফুল, ফলদ, বনজ ও ঔষধী গাছের ৪,৮৪৯টি চারা গত বুধবার শহীদ আঃ রাজ্জাক পার্ক থেকে ১ ট্রাক গাছের চারা ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বাদ আছর দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পার্ক মসজিদের ইমাম সাহেব এই সময়ে আরও উপস্থিত ছিলেন এলাকার মুসুলিবৃন্দ এবং Green Environment Movements Satkhira District এর অন্যান্য নেতৃবৃন্দ।

 

( গাছের চারার মধ্যে ছিল আম, ছবেদা, ক্ষিরকুন, পেয়ারা, মেহগনি, লম্বু, আমলকি, জবা, গন্ধরাজ, ইউরেকা পাম্প ও পাতা বাহার)। গাছের চারা ঢাকায় প্রেরণ কার্যক্রম তত্ত্বাবধানে করেন Green Environment Movements Satkhira District এর সভাপতি, সেঞ্চুরি একাডেমী সাতক্ষীরা এর পরিচালক, সাবেক ছাত্রনেতা এজাজ আহমেদ স্বপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর