যশোরের অভয়নগর উপজেলার বুইকারা এলাকায় বসত বাড়িতে অগ্নিকান্ডে পরিবারের মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে। অল্পের জন্য বেচেঁ গেছে রুমের মধ্যে থাকা পরিবারের লোকেরা। মূহুর্তেও মধ্যে আগুনের লেলিয়ান শিখা ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এতে লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। রবিবার ১০টার দিকে বুইকারা এলাকায় মোঃ ইয়াছিন গাজীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্থানীয় সুত্রে জানা গেছে , হঠাৎ করেই ঐ বাড়ির উপড় দিয়ে ধোয়া দেখা যায়। পরে এলাকাবাসী নিজেরাই আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে ফায়ার সার্ভিস এর একটি দল এসে এলাকাবাসীর সহযোগিতায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা বলতে পারছেন পরিবারের লোকেরা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক মোঃ ইয়াছিন গাজী জানান,আমার অনেক কষ্টে তৈরি করা ঘর আগুন লেগে সব স্বপ্নপুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো জানান, হঠাৎ করে সকাল ১০ টার দিকে আমার বসত বাড়িতে আগুন লাগে। পরে দেখি প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিভাতে থাকে। এবং ফায়ার সার্ভিস এ খবর দেয়া হয়। অনেক সময় ধরে আগুন নেভাতে থাকে। আমার দুই ইউনিট টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে আমার সব মূল্যবান খাট, আলমারীসহ আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষতি হয়েছে ১ লক্ষ টাকার মালামাল। নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার টিটব সিকদার জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা খরব পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সঙ্গম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।