শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

ই-পেপার

‘শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে বিশ্বে ১নম্বরে বাংলাদেশ’ 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২ জানুয়ারি, ২০২২, ৯:৩৮ অপরাহ্ণ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ বিশ্বে শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে এক নম্বর অবস্থানে রয়েছে। এ অর্জন একদিনে হয়নি। আমাদের অনেক ত্যাগ-তিতিক্ষা মেনে নিতে হয়েছে।
তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বিশ্ব পর্যায়ে নিয়ে যাব। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের যে আস্থা আছে সেটি আমরা সঠিকভাবে প্রদর্শন করতে চাই।
রোববার (২ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগ সরকারি স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে ৩ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এতে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক।
সেনাপ্রধান বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে সেনাবাহিনী এখন প্রশিক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো লজিস্টিক এফটিএক্স সেনাবাহিনী পর্যায়ের প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এটি প্রমাণ করে আমরা প্রশিক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
জানা গেছে, সেনাপ্রধানের দিকনির্দেশনায় প্রতি বছরের মতো এ বছরও শীত মৌসুমে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র, ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর