মোর দেশে আছে এক
ছোট জমিদার
নামটি শুনি সোহেল চৌধুরী
মনটা বড় তার।
দেশ বরণ্য খ্যাতি তার
মোদের এ সংসারে
হত দরিদ্র মানুষের খবর
নেই সে ঘরে ঘরে।
শিল্পপতির লিষ্টে তার
নামটি দেখা যায়
কোন সময় তার ভিতরে
অহংকার নাই ভাই।
বিশ্ব নেতার আদর্শতে
তার জীবন গড়া
ন্যায়ের পথে থাকে সর্বদা
শয়তানকে দেয় তাড়া।
#CBALO/আপন ইসলাম