অন্নপূর্ণা বেঁেচ আছি আমি
তোমার ভালবাসার আশায়,
ভালবেসে এই মনে
দিয়েছি তোমারে ঠায়।
মনের ভিতরে পুষেছি তোরে
কতনা আদরে,
যেওনা গো কখনও
এই হ্নদয়কে ভেঙ্গে চুরে।
যদি ও তুমি মনির খানের অঞ্জনা নও,
তুমি মোর প্রেয়শী অন্নপুর্ণা,
দিয়োনা কখন ও
মনির খানকে দিয়েছে অঞ্জনার মত যন্ত্রনা।
অন্নপুর্ণা তুমি আমার
রজনীগন্ধা চামেলী ফুল,
তোমার জন্য ছাড়তে পারি
এই সমাজ বংশ কুল।