চলনবিলের আলো
সারা বিশ্বে ছড়াচ্ছে
সাহিত্যের আলো,
যখনই মনে পড়ে
চলন বিলের আলো
এই মনে লাগে যে কত ভাল।
মনে মনে ভাবি
আমি হবো কবি,
রনি ভাইয়ের ইমেইলে
পাঠাই কবিতা ও ছবি।
চলন বিলের আলো
পুরোদমে অনলাইনে,
খবরাখবর নিয়ে যাচ্ছে
সব পাঠকের মনে ।
সম্পাদক রনি ভাইয়ের
চলন বিলের আলো,
ছাপানো নিউজ ছড়া
কবিতা মনে লাগে ভাল।