আমার দেশ তোমার দেশ,
স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ।
১৮কোটি মানুষ ১৩শত নদী বহমান,
মহান দেশের মহান নেতা জিয়াউর রহমান।
বহুদলীয় গণতন্ত্রের ধারক-বাহক যিনি,
ছাত্রদলের রক্তকনায় জেগে আছেন তিনি।
তাইতো আমরা গাই গণতন্ত্রের গান,
বাংলাদেশী জাতীয়তাবাদের নেতা জিয়াউর রহমান।
আমরা সবাই ছাত্রসেনা হাল-ধরেছি,
বাংলাদেশের আম-জনতা এক হয়েছি,
গণতন্ত্র আনবো ফিরে মোদের বাংলাদেশে,
কৃষক,শ্রমিক,কুমোর,মুচি সবাই উঠবে হেসে।
ধানের-শীষে জেগে আছে জিয়াউর রহমান।
CBALO/আপন ইসলাম