আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন #শেখ_হাসিনার উন্নয়নবার্তা জনগনের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং নৌকার ভোট বৃদ্ধিতে উল্লাপাড়া সাবেক মেয়র,উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মরহুম মারুফ বিন হাবিব এর শ্যালক হেদায়েত আহমেদ এলান। সোমবার সারাদিনব্যাপী গণসংযোগ করেন। সিরাজগঞ্জ – ৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উল্লাপাড়া উপজেলায় মোটরসাইকেল গণসংযোগ। উল্লাপাড়া পৌর শহর হয়ে যাত্রা হয়। হরিণচড়া. সলঙ্গা. হাটিকুমরুল.পাচলিয়া. বড়হর হয়ে উল্লাপাড়া বাজার এসে শেষ হয়। এতে উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের এই গণসংযোগে আমগন ঘটে। গণসংযোগে নেতৃত্ব দেন আ’লীগ নেতা হেদায়েত আহমেদ এলান। গণসংযোগের বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর, সলঙ্গা, হাটিকুমরুল, বড়হর, উল্লাপাড়া সদর ইউনিয়ন হয়ে পুনরায় কাওয়াক এলাকায় এসে গণসংযোগটি শেষ হয়। পথিমধ্যে বেশ কয়েকটি স্থানে গণসংযোগটি পথ সভায় মিলিত হয়। এতে সরকারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্রের কর্মকান্ড তুলে ধরে বিশাদ বক্তব্য রাখেন জনগণের ভোট ও অধিকার প্রতিষ্ঠার কান্ডারী, রাজপথের লড়াকু সৈনিক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জননেতা হেদায়েত আহমেদ এলান,
এ সময় উপস্থিত বক্তারা ভোটার ও নেতা-কর্মীর উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সঙ্গে নিয়ে জননেত্রী শেখ হাসিনার কাছে হেদায়েত আহমেদ এলান নৌকা প্রতীকের মনোনয়ন চাইবে। রাজনৈতিক যোগ্যতা,ও অভিজ্ঞতার আলোকে তাকেই নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন বলে আমরা আশাবাদী। এক প্রশ্নের উত্তরে মনোনয়ন প্রত্যাশী এলান বলেন, তৃণমুলের দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথেই তিনি আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি তাকে নৌকার মাঝি হিসেবে দায়িত্ব দেন তাহলে দলের নির্দেশনা মোতাবেক দেশ ও জনগণের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবেন বলে তিনি জানান।