শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে জামায়াতে ইসলামী’র ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে জকিগঞ্জে এইচসিআই’র উদ্যোগে আধুনিক মাদরাসার উদ্বোধন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালন করলো বিজিবি ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ ঘিরে বিতর্ক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ওসিকে প্রত্যারের দাবিতে সাংবাদিকদের  মানববন্ধন লামায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান 

আবারও নৌকার মাঝি হতে চান আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ২:৩১ অপরাহ্ণ

এমন জীবন তুমি করিবে গঠন, মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন”- মানুষ মরণশীল। কিন্তু মহৎ কিছু কর্ম সেই মরণশীল মানুষকে নশ্বর পৃথিবীতে অমরত্ব দেয়। কর্মেই মানুষ বেঁচে থাকে বলে মানবকুলের প্রতিটি মানবের বাসনায় লুকিয়ে থাকা একটি কাঙ্খিত স্বপ্ন হল কবির সেই প্রবাদবাক্যটির আদলে নিজের ছোট্ট জীবনটাকে গড়ে তোলা।
 কিন্তু ক’জনইবা পারেন এমন কাঙ্খিত জীবন গড়তে? কখনো ক্ষুদ্রাকার সাধ্য সাধের বিশালতাকে যেমন গ্রাস করে, তেমনি কখনো আবার সাধ্যের বিশালত্বেও স্বপ্ন সাধের অপমৃত্যু ঘটে মনের সংকীর্ণতার কারনে। কিছু মানুষ কদাচিৎ ব্যতিক্রম, যাদের সাধ ও সাধ্যের অপূর্ব সংমিশ্রণে হাজারো অসহায় মানুষের মুখে হাসি ফোটে। যখন স্বার্থপর পৃথিবীর আত্মকেন্দ্রিক মানুষগুলো কেবল নিজেদের-ই নিয়েই ব্যস্ত থাকে, ঠিক তখন-ই পরোপকারী হাতেমতাই কিংবা দানবীর হাজী মুহাম্মদ মহসিনের আদলে গড়া এই সব মহান মানুষগুলোর আবির্ভাব ঘটে, যাদের জন্ম আর কর্ম-ই যেন কেবলি পরের তরে। তাঁদের সাধ-স্বপ্ন এবং সাধ্যটাও যেন মানুষের ভাগ্য পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ।
 এমন মহান একজন উজ্জল নক্ষত্র গণমানুষের কথা বলে, মাটি ও মানুষের নেতা, অপরাজিত  দেশসেরা  বঙ্গবন্ধুর লড়াকু সৈনিক, স্মার্ট বাংলাদেশ গড়ার কর্ণধার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।
 যে নামটির সাথে জড়িয়ে আছে লক্ষ মানুষের বিশ্বাস, ভক্তি এবং ভালবাসা। জড়িয়ে আছে হাজারো অসহায় পরিবারে স্বপ্নের বীজ বুনে দেওয়ার একটি অতিমানবীয় গল্প।
মহান এই মানুষটি যে সেক্টরেই হাত দিয়েছেন, সেই সেক্টরেই সফলতা পেয়েছেন। তিনি  একজন সফল উদ্যোক্তা।  এই মানুষটি কখনোই নিজেকে আত্মকেন্দ্রিতায় আবদ্ধ করে রাখেননি। তিনি হয়তো হৃদয়াঙ্গম করতে সক্ষম হয়েছিলেন যে, সৃষ্টিকর্তা মানুষকে ধন ও ক্ষমতা দিয়ে মনের পরীক্ষা করেন। তাই হয়তো তিনি তাঁর অর্জিত সার্বিক সক্ষমতা দিয়ে মানুষের কল্যাণে অবিরাম কাজ করে চলেছেন।
তারই অংশ হিসেবে তিনি  ধর্মীয় এবং সামাজিক ক্ষেত্রে বিবিধ মহৎ কর্মের মাধ্যমে নশ্বর এই পৃথিবীতে নিজেকে অমর করে রাখার সেই অতিমানবীয় গল্পের নায়ক হিসেবে প্রায়-ই প্রতিষ্ঠিত।
তার বাবাও ছিলেন একজন  উন্নয়ন ধারা আর সাংগঠনিক দক্ষ রাজনৈতিক ব্যক্তিক্ত  বিশিষ্ট শিল্পপতি মন্ডল গ্রুপের চেয়ারম্যান  আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল এমপি।
আজ তিনি আর পৃথিবীতে নেই।
 তারই অসমাপ্তি কাজ সমাপ্তি করতে সিরাজগঞ্জ -৫ আসনের সাংসদ সদস্য হয়ে  উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণে নতুন স্থানে মাটি ভরাট ও ভাঙন কবলিত এলাকায় তীর সংরক্ষণ কাজ উদ্বোধন করেন। এনায়েতপুর থানা ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি  এবং  বেলকুচি চৌহালী আসন থেকে জনগনের ভোটে নির্বাচিত এমপি।
  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যহত রাখতে আবার নৌকা প্রতীক চান তিনি।  জনগনের আস্তা আর ভালবাসায় তাদের দাবি পুরণে দ্বাদশ জাতীয়  সাংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনি। এ আসনের জনগন  আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের (নৌকার)প্রার্থী হিসেবে দেখতে চান আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলকে।    জনসচেতনতা সৃষ্টি ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাঠে কাজ করছেন।   তিনি বেলকুচি ও চৌহালী উপজেলা বাসির পাশে থাকতে চান। তিনি যে একজন উঁচুমানের ধর্মপরায়ণ এবং পূণ্যের পুঁজারী তা দৃশ্যমান। কারণ তিনি  নিজস্ব অর্থায়নে, শীতবস্ত্র, ঈদ সামগ্রী, ত্রাণ ও নগদ অর্থ দিয়ে মানুষের দোয়া আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান।  তার অসমাপ্ত কাজ সমাপ্ত করেতে আবারও  আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মনোনয়ন বোর্ডে সুদৃষ্টি কামনা করেন বর্তমান সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর