সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সোনতলা আওয়ামী লীগ অফিস এর সামনে মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় ঈদ পুর্নমিলনি ও চায়ের আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঈদের পুর্নমিলন পরিচালনা করেন সিবিএ নেতা শ্রমিক লীগের যুগ্নসাধারন সম্পাদক মোংলা বন্দর ইউনিট মোঃ ফজলুল হক।
প্রধান অতিথি হকদাত খান পনির উপজেলা আওয়ামী লীগের সদস্য।
আরো উপস্থিত ছিলেন আকিজ লোহানি সহ দপ্তর সম্পাদক উল্লাপাড়া উপজেলা। শরিফুল ইসলাম লিটন. শহিদুল প্রমুখ।
আয়োজনে ছিলেন সৈয়দ জুয়েল ও হকদাত খান পনির।
সিবিএ নেতা শ্রমিক লীগের যুগ্নসাধারন সম্পাদক মোংলা বন্দর ইউনিট মোঃ ফজলুল হক বক্তব্যে তিনি বলেন উল্লাপাড়া উপজেলায় এমপি তানভীর ইমাম থাকায় উপজেলায় কোনো মাদকাসক্ত. চুরি ডাকাতি হয়নি।আরো উপজেলার সাধারণ জনগণ শান্তিতে বসবাস করছে।তাই আমাদের জন্য এমনই এমপি দরকার।