আপনি আপনার কর্ম ক্ষেত্রে সবার কাছে ততটা মূল্যায়ন না হতে পারের, হতে পারেন লাঞ্ছিত অপমানিত। কিন্তু আপনি আপনার পরিবারের কাছে বিশেষ একজন।
1. আপনি আপনার পিতার কাছে আদরের ধন স্বপ্নের এক টুকরো আশা। বয়স বৃদ্ধকালে শেষ আশ্রয়।
2. মায়ের কাছে তার নাড়িছেঁড়া সম্পদ, তার নারীত্ব পরিচয় ,হৃদয়ের স্পন্দন।
3. ভাইয়ের কাছে খুনসুটি ভালবাসা।
4. বোনের কাছে শত আবদার।
5. সন্তানের কাছে, তার সুপারম্যান।
6. স্ত্রীর কাছে ,তার সমস্ত জীবনের চাওয়া পাওয়ার সর্বশেষ ঠিকানা।
এটাকে মনে রেখেই আপনার মাথা উঁচু করে পথ চলতে হবে।
CBALO/আপন ইসলাম