পাবনার বহুল প্রচলিত দৈনিক পাবনার বাণী’র ৭ম বর্ষে পদাপর্ণে শনিবার বেলা ১২টায় দৈনিক সিনসা কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক পাবনার বানী পত্রিকার প্রকাশক ও সম্পাদক খন্দকার আছাদুজ্জামান মিলন, প্রধান অতিথি ছিলেন দৈনিক সিনসার প্রকাশক ও সম্পাদক এস এম মাহবুব আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সি এন এফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক পাবনার বাণী’র বার্তা সম্পাদক রবিউল ইসলাম রনি, স্টাফ রিপোর্টার খন্দকার রহমতুল্লাহ দোলন, মলিনা খাতুন মুক্তা, ঢাকা পোষ্ট এর জেলা প্রতিনিধি রাকিব হাসনাত, দৈনিক ইছামতির স্টাফ শাহীন, দৈনিক পাবনার আলোর রেহানা খানম, সিএনএফ টিভির বিশেষ প্রতিনিধি হাবিবুল্লাহ ইবনে শশী, পাবনার আলোর তলাম তরু, সিনসা অফিস স্টাফ ফজলে রাব্বি, দৈনিক বিপ্লবী সময়ের ক্যামেরা পারর্সন দাউদ শেখ প্রমূখ।