মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
যশোর অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামে,এক পল্লী চিকিৎসক অপকর্মে লিপ্ত থাকা অবস্থায় গ্রামবাসির হাতে নাতে আটক হয়। জানা যাই গত ১৩ জুলাই সোমবার রাত্র অনুমান ৯ টার সময় দেয়াপাড়া গ্রামের ১নং ওয়ার্ডের পল্লী চিকিৎসক ( প্যারামেডিকেল)। মোঃ বোরহান উদ্দিন বিশ্বাস (৪৬) একই গ্রামের আবুল হোসেনের পুত্র বধুর সহিত আপত্তিকর অবস্থায় লিপ্ত থাকায়। গ্রামবাসি তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে।
জানা গেছে সে ছবেদ আলী বিশ্বাসের ছেলে লম্পট বোরহানকে গ্রামবাসি জুতার মালা পরিয়ে শাস্তি দিয়ে পুলিশে সোপর্দ করে। গত মঙ্গলবার উক্ত পুত্রবধুকে তাহার স্বামী তালাক দিয়া তার পিত্রালয়ে পাঠিয়ে দেয়, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকা বাসির মধ্যে বিক্ষেোপ দাঁনা বেঁধেছে।