রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

ই-পেপার

হোমিও চিকিৎসার সফলতায় মা হলেন ২ বন্ধ্যাত্ব নারী

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার জোড়দিঘি বাজারে অবস্থিত নূর-সাথী হোমিও হলের ডা: মোঃ রাজু আহমেদ রুবেল (ডিএইচএমএস)। তার চিকিৎসায়,মহান আল্লাহর মেহেরবাণীতে ২ টি পরিবারের নারী বন্ধ্যাত্ব থেকে মা হলেন। ৮ বছর ও ৩ বছরের ২টি বন্ধা দম্পতি ছিলেন তারা। জানা যায়, (হোসনেয়ারা-শামিম) উল্লাপাড়া উপজেলার চবিলা গ্রাম আর (আরিনা-সুলতান) রায়গঞ্জ উপজেলার ধূবিল গ্রাম। নানা রকমের চিকিৎসাসহ বিভিন্ন পন্থা অবলম্বন করেও ২টি পরিবারে নতুন অতিথির আশায় থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। সম্প্রতি ডা: রাজু আহমেদের হোমিও চিকিৎসা প্রদানের ফলে মহান আল্লাহর নিয়ামত হিসেবে নরমাল ডেলিভারিতে সন্তানের মা হলেন।এ প্রসঙ্গে হোমিও ডা.মো.রাজু আহমেদ রুবেল (ডিএইচএমএস)বলেন, বন্ধ্যাত্বদের চিকিৎসায় অনেকেই মা হয়েছেন ইনশাআল্লাহ। এ সফলতা আমার বা ঔষধের নয়, সবই মহান আল্লাহর দান। যারা বন্ধ্যাত্ব নিয়ে দু:শ্চিন্তায় ভুগছেন, তাদেরকে একবার নুর-সাথী হোমিও হলে এসে সেবা নেয়ার অনুরোধ জানান। যোগাযোগ (০১৭২৮-৫৭৫৮০২)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর