শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

ই-পেপার

মনিরাপুরের সেই ৫৫৫ বস্তা ত্রানের চাল চোর কুদ্দুস আটক, বাকি রইল প্রতিমন্ত্রীর ভাগনে বাচ্ছু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৯:১৩ পূর্বাহ্ণ

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরের মনিরাপুরের সেই ৫৫৫ বস্তা ত্রানের চাল চোর যুবলীগ নেতা কুদ্দুস আটক করে চোরের জবানবন্দি নিয়ে যশোর পুলিশের Distric police Jessore নামক ফেসবুক পেজে এক স্টাটস দিয়েছেন। সেই স্টাটস পাঠকের উদ্দেশ্য হুবহু তুলে ধরা হলো: #যশোর_ডিবি_পুলিশের_অভিযানে_ত্রানের_চাউল_চোর_আটক। অভিযানঃ অদ্য ১৩/০৭/২০২০ খ্রিঃ যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর নির্দেশক্রমে জনাব মারুফ আহম্মদ, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোর সংগীয় অফিসার ও ফোর্সসহ বিজ্ঞআদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দীর আসামী / ত্রানের চাউল চুরি সংশ্লিষ্ট ঘটনার সহিত সরাসরি জড়িত আসামী ১। মোঃ আঃ কুদ্দুস (৩৫), পিতা- মোঃ আকবর মোড়ল, মাতা-মৃত মেহেরুন্নেছা, সাং-জুড়ানপুর, পোষ্টঃ মনিরামপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর’ কে অদ্য ১৩/০৭/২০২০ খ্রিঃ রাত্র ০২.৩০ ঘটিকায় যশোর মনিরামপুর থানাধীন আসামীর নিজ বসত বাড়ী হতে গ্রেফতার করা হয়।

 

উক্ত আসামী অদ্য১৩/০৭/২০২০ খ্রিঃ জনাব মাহাদী হাসান, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, যশোর এর আদালতে সেচ্ছায় ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবান বন্দী প্রদান করেছেন। উক্ত আসামী তার স্বীকারোক্তিতে ঘটনার সহিত জড়িত অপর আসামীদের নাম ঠিকানা প্রকাশ করেছেন। মামলা তদন্তের স্বার্থে এবং উক্ত আসামীদের গ্রেফতারের স্বার্থে নাম ঠিকানা প্রকাশ করা হচ্ছে না। সূত্রঃ মনিরামপুর থানার মামলা নং-০৪, তাং-০৪/০৪/২০২০ ইং ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টের ২৫ (১) /২৫-উ। গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ ১।মোঃ আঃ কুদ্দুস (৩৫), পিতা- মোঃ আকবর মোড়ল, মাতা-মৃত. মেহেরুন্নেছা, সাং-জুড়ানপুর, পোষ্টঃ মনিরামপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর