জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় পুর্বের শত্রুতার জেরে ২ জন নিহত। জানাযায়, শ্রমিকের মজুরীর টাকা নিয়ে দু-পক্ষের সংঘর্ষে সহুদর দুই ভাই নিহত। ১৪-আগষ্ট সাগর আলীর ছেলে সোলাইমান (৪২) হাবিবুর রহমান (৪০) সংঘর্ষে দু-পক্ষের ১০-জন আহত হয়েছে। গুরুতর আহত ফকরুলকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এলাকাবাসী জানাল নিহত সোলাই ওহাবিবুর জামালের ছেলে ফকির মিয়া সহ ১০/১৫ জন ময়মনসিংহের হালশাঘাটের এক ঠিকাদারী প্রতিষ্ঠানের দিমজুর শ্রমিকের কাজ করতেন এ নিয়ে হাবিব ও সোলাই পতিপক্ষ টাকা নিয়ে বিরোদ চলছিল। এই ঘটনায় এলাকায় দফায় দফায় শালিস বৈঠকও হয়েছে। তাতেও নিশ্পতি না হওয়ায় এই সংঘর্শ ঘটে।