গত ০৬ সেপ্টেম্বর বহুল প্রচারিত অন লাইন মিডিয়া “চলনবিলের আলো ডট কম”, বাংলার গণজাগরণ ২৪ ডট কম”, দৈনিক আলোচিত বার্তা,দৈনিক আজকের জনবাণী, দৈনিক কলম সৈনিক,দৈনিক যমুনা প্রবাহ ও দৈনিক দোলনচাপা সহ বিভিন্ন অন লাইন মিডিয়া ও পত্রিকায় “হাটিকুমরুলে অবৈধ ভাবে চলছে হেলথ্ কেয়ার হসপিটাল” সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে আমার পরিচালনায় হেলথ্ কেয়ার হসপিটালটি নিয়ে যেসব সাজানো, বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে তাহা খুবই দু:খজনক। বেসরকারী হসপিটাল গড়ে তুলতে স্বাস্থ্য বিভাগের যে সকল নিয়মাবলীর প্রয়োজন, সকল নিয়ম,নির্দেশ যথাযথ ভাবে সম্মানের সাথে মান্য করে সুনামের সহিত হসপিটালের কার্যক্রম পরিচালনা করে আসছি।হাটিকুমরুল রোড গোলচত্বরে অবস্থিত হেলথ্ কেয়ার হসপিটাল একটি সুপরিচিত নাম। একটি স্বার্থান্বেষী,কুচক্রী মহল আমার স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হেলথ্ কেয়ারের সুন্দর কার্যক্রমে ঈর্ষাম্বিত হয়ে এবং আমাকে সমাজে হেয় প্রতিপণ্য করতে সাংবাদিকদের মিথ্যা, কাল্পনিক তথ্য দিয়ে এমন মনগড়া সংবাদ পরিবেশন করিয়েছে। যাহা খুবই দু:খজনক,স্পর্শকাতর এবং মানহানীর সামিল বটে। তাই আমি প্রকাশিত ঐ মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন,কাল্পনিক সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী,
মোঃ ফিরোজ আহমেদ
ব্যবস্থাপনা পরিচালক,
হেলথ্ কেয়ার হসপিটাল।
হাটিকুমরুল রোড গোলচত্বর, সলঙ্গা, সিরাজগঞ্জ।
#চলনবিলের আলো / আপন