বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

ই-পেপার

স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্র ছাত্রী ও যুব সমাজ অসক্ত হয়ে পরেছে বাজিতে

মোঃমুন্না হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ৪:৪১ অপরাহ্ণ

বাংলাদেশের ভয়াবহ করোনা ভাইরাসের কারনে স্কুল কলেজ প্রায় ১৫ মাস বন্ধ থাকায় বাংলাদেশের ছাত্র ছাত্রী ও যুব সমাজ আজ অসক্ত হয়ে পরেছে মারাত্মক ও ভয়াবহ ফ্রি ফায়ার গেমস,পাপজি গেমস,লুডু কিং,ও জাতীয় খেলা ক্রিকেটের বাজিতে। এই সব স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য,ও আগামী প্রজনমকে রক্ষা করার জন‍্য, এবং জাতীর মেরুদণ্ডকে উজ্জবিত করা ও বাঁচিয়ে রাখার জন‍্য আমাদের সমাজের মানুষের ও প্রত‍্যেক মা বাবার সচেতন হতে এখন থেকে,তানা হলে বাংলাদেশ মুক থুবরে পরে থাকবে অন্ধকারের মধ্যে। যে খানে জাতীর মেরুদণ্ড পরে আছে আজ ফ্রি ফায়ার গেমস, পাপজি গেমস,লুডু কিং গেমস,ও ক্রিকেটের বাজির মধ‍্যে সেখানে তো অব‍্যশই বাংলাদেশ আন্ধকারের মধ‍্যে মুখ থুবরে পরে থাকবে। এক দিকে যেমন ছাত্রি ছাত্রী পড়া শোনা ধ্বংশের পথে অপর দিকে ছাত্র ছাত্রী ফ্রি ফায়ার পাপজির মত ভয়ানক গেমস কেরে নিচ্ছে চোখের দৃষ্টি শক্তি,মাথার মগজ শুন‍্যতা,স্বস্থ‍্য শুন‍্যতা,ও বাবার মার সাথে অভদ্র ভাষায় কথা বলা। লুডু গেমস এখন বাংলাদেশ হয়ে উঠেছে আন্তর্জাতিক একটি খেলা,স্কুল কলেজে টিফিনের ফাঁকে,পরিবারের সাথে,রাস্তার পাশে,ভ‍্যান রিক্সার উপরে,চায়ের স্টলে এই লুডু গেমস খেলা শুধু বাজির উপর নিরর্ভরশীল যেমন ঠান্ড ষ্পিট,টাইগার,এমন কি ৪০০/৫০০/২০০০/৫০০০ এমন কি ১০০০০/২০০০০ পর্যন্ত এই গেমস বাজি দিয়ে খেলা হয়। এতে যেমন বাবা মার পকেট খালি হচ্ছে তেমনি সঙ্গে সঙ্গে ধ্বংশের পথে চলে যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলা কিন্তুু এটি বাংলাদেশ এখন আন্তর্জাতিক জুয়া খেলা নামে পরিচিত লাভ করেছে, যেখানে সমগ্র বিশ্বের মধ‍্যে গননা করলে দখা যায় বাংলাদেশ একটি অতি দরিদ্র ও ক্ষুদ্র রাষ্ট সেখানে প্রত‍্যেক দিন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও যুব সমাজ সম্প্রদায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই ক্রিকেট খেলা যখন শুরু হয় তখন বাজির মাধ‍্যমে লুটিয়ে দিচ্ছে বাংলাদেশর সোনার ছেলেরা। যেখানে নেই কোন সমাজের বাধা বিপত্তি ও আইন শৃংখলা এখন থেকে সমাজে গনসচেনতা প্রত‍্যেকটা গ্রামে গ্রামে গড়ে তুলতে হবে সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে সচ্ছার হতে হবে এবং সেই সাথে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের  ছাত্র ছাত্রী ও যুব সম্প্রদায়র দিকে নজর দারি করতে হবে অতি জরুরী ভাবে তা না হলে যুব সমাজ ও স্কুল কলেজের ছাত্র ছাত্রী অন্ধকার ও ধ্বংশের পথে চলে যাবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর