শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

ই-পেপার

বহিষ্কিত সেই ক্যামেরা ম্যান জাকির বিভিন্ন নামে আবারও বেপরোয়া, রুখবে কে তাকে, জনমনে আতঙ্ক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৪ জুন, ২০২০, ৯:৫৮ পূর্বাহ্ণ

এম ইদ্রিস আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

২০১৯ সালে বিশ্বব্যাপি বহুল পরিচিত, ৭১ বাংলা টেলিভিশন এর সাতক্ষীরা জেলা ক্যামেরাম্যান জাকির হোসন কে নানান অনিয়মের কারণে বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়ার ফলে সাধারণ মানুষ সহ সকলের কাছে সময় অনুযাযী সিদ্ধান্তের সাধুবাদ জানিয়ে সকলের কাছে প্রশংসিতও হয় ৭১ বাংলা টেলিভিশন কতৃপক্ষ। কিন্তু তাতে ক্ষুব্ধ হয়ে নিরবে বেশ বছর খানেক যেতে না যেতেই আবারও বেপরোয়া হয়ে উঠেছে সাংবাদিক নামের বহিষ্কিত জাকির হোসেন, সম্প্রতি তারই এলাকায় বিভিন্ন ঘটনার সাথে জড়িত হয়ে পড়ে জাকির, যেটা সাধারণ মানুষ সহ সকলের মুখে মুখে সমাআলোচনায় চলে আসে। কিন্তু এই বেপরোয়া জাকির তার সাথে জড়িয়ে আমাকে বিভিন্ন মহলে অপপ্রচারের লিপ্ত হতে থাকে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে জাকিরের কি আবার নিয়োগ দেওয়া হয়েছে নাকি, আমি তাদের নিকট নিয়োগ করার কারন জানতে চাইলে তারা জাকিরের নিজশ্ব ফেসবুক আইডি থেকে ৭১ বাংলা টেলিভিশন এর লোগো, কার্ড, সহ নাম ব্যাবহারের প্রমান সহ দেয় যেটা সম্পর্ন অবৈধ।

 

আমি যেহেতু তার ফেসবুক আইডি ব্লক করে দেওয়ায় আমার সাথে তার কোন যোগাযোগ থাকে না। বিষয়টি লোকমারফত জানতে পেরে আমি তার ঘনিষ্ঠ সহযোগী শাহীন সরদার কে ফোন করি এবং তাকে বলি কোন পত্রিকা অথবা যেকোন জায়গা থেকে আমাকে বা তোমাকে যদি বহিষ্কার বা অব্যহতি দেয় সে ক্ষেত্রে সেই প্রতিষ্টানের নাম, ব্যবহার, প্রদর্শন বা পরিবেশশন করা যাবে কি না, উত্তরে শাহিন সরদার আমাকে বলল প্রতিষ্টানে অনুমতি ছাড়া কেউ এটা করতে পারে না, তখন আমি জাকির হোসেননের কথা তাকে বললাম যে তোমার সহযোগী এসব করছে, এবং প্রমাণ সরুপ তাকেও দেখতে বললাম, তকন সে আমাকে বলে আমি জাকিরের বলে দেব এসব গুলো যেন না করে, আমি তার পরে শাহিনকে (১৩ – ০৬ – ২০২০) তারিখে আবার ফোন দেই এবং পূর্বের বিষয়ে বললে তার পাশে থাকা জাকির আমাকে অকত্থ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন হুমকি সরুপ কথা বলতে থাকে, যেটা আমি শাহিনের পাশে থাকায় শুনতে পাই,শাহিন পরে কথা বলছি বলে ফোন কেটে দেয়।

 

গণমাধ্যম আইন অনুযায়ী যথাযথ কর্তপক্ষের অনুমতি না নিয়ে নাম,সহ বিভিন্ন বিষয় ব্যাবহার আইননত দণ্ডনীয়। এদিকে তার ফেসবুক আইডি সহ তার সমস্হ জায়গায় ৭১ বাংলা টেলিভিশন এর লোগোস্টিকার ব্যবহার করায় সরকারি, বেসরকারি, প্রশাষন সহ সর্বস্হারের মানুষ বিভ্রান্তিকর অবস্হায় আছে যার ফলে আমাদের সন্মান ক্ষুন্ন হচ্ছে। এমতাবস্থায় যদি সে তার সমস্ত কার্যক্রম থেকে ৭১ বাংলা টেলিভিশন কোন কিছুই প্রদর্শন করে জনমনে বিভ্রান্ত ছড়ায় তাহলে তার বিরুদ্ধে আইনগতভাবে ভাবে ব্যবস্হা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তপক্ষ। (( রেকর্ড সংরক্ষিত))


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর