মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি গ্রাম হবে শহর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে বুধবার সকালে নলসোন্দা গ্রামের নতুন রাস্তা নির্মাণ কাজ দেখতে যান ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। রাস্তার কাজ দেখার সময় হঠাৎ দুই বয়স্ক ভাতাভোগী মহিলা ছুটে আসে তাকে দেখতে। ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানকে দেখে দারুণ উৎফুল্ল হয় বয়স্ক ভাতাভোগী মহিলা ২ জন। মহিলা ২ জনকে কার্ড করে দিয়েছে এবং মাঝে মধ্যে খাবারের চাউলও দিতেন। ভাতাভোগী ২ মহিলাকে দেখে দোয়া চাইলেন। তাদেরকে বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিন হাজার ভোটের গ্রাম। হিন্দু মুসলিম মিলেমিশেই যুগ যুগ বসবাস করে আসছেন। হিন্দু সম্প্রদায়ের কিছু শুভাকাংক্ষী ও এগিয়ে আছেন ইউপি চেয়ারম্যান এর সাথে সাক্ষাৎ করতে। নলসোন্দা গ্রামের মধ্যে কোন রাস্তা ছিলনা। গ্রামের প্রাণের দাবি গ্রামের ভিতরে দুইটা রাস্তার। ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান গ্রামের সাধরণ মানুষের রাস্তার দাবী পুরনের জন্য কাজ হাতে নিয়েছেন। এরই মধ্যে একটি রাস্তার কাজ শুরু করে দিয়েছেন জানানো হয়।
#চলনবিলের আলো / আপন