সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রিয় ৮ নং পাঙ্গাসী ইউনিয়নবাসী সহ দেশের সর্বস্বরের মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রামেশ্বরগাঁতীর কৃতি সন্তান, ৮ নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীতে চেয়ারম্যান প্রার্থী এস. এম সালাউদ্দিন ( হাসিনুর)। ঈদ মোবারক,,,,,ঈদ শুভেচ্ছায় তিনি ইউনিয়নবাসীর গরীব,দু:খী,অসহায় সহ সবার মঙ্গল কামনা করেন। একমাস সিয়াম সাধনার পর এই মহামারী করোনা দুর্ভিক্ষের মধ্যেও পরিবারের সবাইকে নিয়ে যেন সাধ্যমত ঈদের দিনে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন এ কামনা করেন। তিনি আরও জানান,
♦রমজান ও ঈদের পবিত্রতা রক্ষা করুন।
♦সকল প্রকার পাপাচার থেকে দুরে থাকুন।
♦বেশী বেশী ইবাদত করুন।
♦মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ ও বাঁচার জন্য মহান আল্লাহ কাছে বিশেষ প্রার্থনার মাধ্যমে সাহায্য কামনা করুন। ♦ঈদ উপলক্ষ্যে- কর্মহীণ,দুস্থ,অসহায়,গরীর শ্রেনীর মানুষের খোজ খবর নিন। সাধ্যানুযায়ী সহযোগীতা করুন। ♦সকল আত্বীয়-স্বজনদের খোঁজ খবর নিন এবং তাদের সাথে সু সম্পর্ক বজায় রাখুন।
♦বাংলাদেশ সহ বিশ্ববাসীর জন্য করোনা ভাইরাস সহ সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করুন।
♦করোনা প্রতিরোধে সরকারের দেওয়া সকল নিয়ম কানুন মেনে চলুন। মহান আল্লাহ পাক যেন,পবিত্র ঈদুল ফিতরের উসিলায় আমাদের সকলকে হেফাজত করেন এবং সকল গুনাহ মাফ করেন।
পরিশেষে সবাই ভাল থাকুন,সুস্হ্য থাকুন,শান্তিতে থাকুন মহান আল্লাহর কাছে এ কামনা করেন। আল্লাহ হাফেজ,,,
#আপন_ইসলাম