রিপোর্টার কাশিমপুর প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক ফয়সাল কাজীকে হামলা চালিয়েছেন সন্ত্রাসীরা আজ রাত আট ঘটিকার সময় বাড়ি ফেরার পথে ৪ নং ওয়ার্ড শৈলডুবি এলাকায় আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসী জহিরুল পেছন থেকে সাংবাদিক ফয়সাল কাজীকে হামলা চালায়,সহ কর্মীরা খবর উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। এই ব্যাপারে কাশিমপুর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়, গভীর রাতে গ্রেফতারের অভিযান চালানো হয়, জানাগেছে প্রকাশিত সংবাদের জেরে তুচ্ছঘনাকে কেন্দ্র করে সন্ত্রাসী জহিরুলের হামলার শিকার হন একাত্তর টিভির কাশিমপুর প্রতিনিধি ফয়সাল কাজী। এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন গাজিপুর সাংবাদিক সংগঠন।জানাগেছে জহিরুল শৈলডুবি গ্রামের বাসিন্দা মোদি ব্যবসায়ী। কাশিমপুর প্রেসক্লাবের সাংবাদিকরা বিচারের দাবী জানান। কাশিমপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবে খোদা জানিয়েছেন জহিরুল কে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কাশিমপুর থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন কাশিমপুর প্রেসক্লাব এর সভাপতি মনির হোসেন মন্ডল।
#CBALO/আপন ইসলাম