বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

চৌহালীতে মুক্তিযোদ্ধা সংসদ মডলে ভবন উদ্বোধনের অপেক্ষায়

মাহমুদুল হাসান চৌহালী(সিরাজগন্জ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ১০:৩৫ অপরাহ্ণ

সিরাজগন্জরে চৌহালী উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ মডেল কমপ্লেক্স ভবন স্থাপনের দুই বছর পার হলেও এখনো উদ্বোধন করা হচ্ছে না বলে স্থানীয় মুক্তি যোদ্ধাদের অভিযোগ। স্বাধীনতা ৪৯ বছর পর মুক্তিযোদ্ধা সংসদ চৌহালী উপজলো শাখার ২ কোটি টাকা ব্যায়ে ৩ তলা বিশিষ্টি একটি মডলে ভবন নর্মিান কাজ অনকে আগইে সম্পন্ন হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষায় চৌহালী মুক্তি যোদ্ধা সংসদ ডিজিটাল ভবন। মুক্তিযোদ্ধা সংসদ চৌহালী উপজলো শাখা সুত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব নওশের আলী মাষ্টার তার জীবন ধশায় তিনি চৌহালীতে একটি মডেলে সংসদ ভবন স্থাপনের জন্য কাজ করে গেছেন। মুক্তিযোদ্ধা বান্ধব সরকার, শহরের উন্নয়ন গ্রামে পৌঁছে দিতেই বিঙ্গন ও প্রযুক্তির ডিজিটাল যুগকে আরও বেগবান করতে গত ২০১৯/২০ র্অথ বছরে চৌহালীতে মডলে মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণ করেন। স্বাধীনতার ৫০ বছর র্পুতি সুর্বণ জয়ন্তী উদ্বোধনে চৌহালীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননায় মাইল ফলক এই ভবনটি। এখন উপজেলা পরিষদ কমপ্লেক্স, থানা কমপ্লেক্স ও হাসপাতাল কমপ্লেক্সের নিজস্ব ভবন নির্মাণ করা বড় প্রয়োজন। উন্নয়নের ধারা অব্যাহত থাকলেও সিরাজগন্জের চৌহালী উপজেলা অনেক পিছিয়ে যার বাস্তবচিত্র সরেজমিন। কারণ দীর্ঘ ৮ বছর ধরে ভাসমান উপজেলা পরিষদ ও থানা কমপ্লেক্স ।

 

হাসপাতাল খাষকাউলিয়া মাদ্রাসার জমিতে নিজস্ব র্অথায়নে ঘর নির্মাণ করে কোন রকম স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন। ডিজিটাল যুগে ডিজিটাল মুক্তিযোদ্ধা সংসদ ভবন স্থাপন হলাে, এবার আলোর মুখ দেখানো দরকার চৌহালীর সরকারি দপ্তরগুলোর। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা পরিষদের কোদালিয়া মৌজায় ৬ একর একাউর করা নিজস্ব ভুমিতে উপজেলা পরিষদ ও থানা কমপ্লেঃ এবং হাসপাতাল দ্রুত নির্মাণের দাবি করে আসছেন অবহেলিত চৌহালীর ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, অভিভাবক ও শিক্ষক মন্ডলীরা। বীর মুক্তিযোদ্ধা মােঃ লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো, হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জিন্না বলেন, মুক্তি যোদ্ধা বান্ধব সরকার মুজিব ভক্তদের উজ্জীবিত ও মনোবাঞ্ছা পুরণে ভবন স্থাপন করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষেও মডেল ভবন বুজিয়ে দেওয়ার দাবি করেন। দপ্তর কমান্ডার গাজি মোহাম্মদ আলী ইয়াহিয়া বলেন, ভবন স্থাপনের প্রায় ২ বছর, ভবনটি আমাদের গৌরব গাঁথা অথচ কৃর্তৃপক্ষের অবহেলার কারণে আমরা ভবনটিতে উঠতেই পারছিনা, সরকারের এক নজর দাবি জানাই। বঙ্গবন্ধুর কন্য শেখ হাসিনাই পারে বাংলার উন্নয়ন, তারই ধারাবাহকিতায় চৌহালীর কুরকী গ্রামে ২ কোটি টাকা ব্যায়ে তিনতলা বিশিষ্টি ডিজিটাল মুক্তিযোদ্ধা সংসদ ভবন স্থাপন করা হলওে এখনো হ্যান্ডওভার করা হয়নি। চৌহালীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননায় নির্মাণকৃত মডলে ভবনের পুর্ঙ্গণ কাজ অনেক আগেই শেষ।

 

এখন উদ্বোধনের অপেক্ষার প্রহোর গুনছে, সকল মুক্তিযোদ্ধাদের দাবি সম্মাননায় দ্রুত ভবন বুজিয়ে দেওয়া হোক। উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, গ্রাম হবে শহর বাস্তবায়নে মুক্তিযোদ্ধাদের জন্য সরকার মডেল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপন করা হয়ে। ভবন স্থাপনের কাজ শেষ বিদ্যুৎ সংযোগ দেরি হচ্ছে, অচিরেই ভবন উদ্বোধন করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন জানান, মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণ কাজ অনেক আগেই শেষ হয়েছে শুনেছি, গাছ কাটা ও বিদ্যুৎ সংযোগ নেই তাই ভবনটি উদ্বোধন করা সম্ভব হচ্ছেনা। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার বলেন, গ্রাম হবে শহর বাস্তবায়নে সরকার স্বাধীনতার ৫০ বছর পুর্তি সুবর্ণ জয়ন্তী উদ্বোধন করেছেন, যে কোন সময়ে চৌহালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের মাধ্যমে বুজিয়ে দেওয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর