মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

ই-পেপার

চৌহালীর ২ লক্ষ মানুষের কষ্ট লাগবে যমুনার চরাঅঞ্চলে ১২ কিলোমিটার রাস্তা নির্মাণ

মাহমুদুল হাসান, চৌহালী (সিরজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ১৫ মার্চ, ২০২১, ৩:৪৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর চরাঅঞ্চল ঘোরজান ইউনিয়নের কড়ইতলা থেকে স্থল ইউনিয়নের নওহাটা বাজার হয়ে নৌঘাট পর্যন্ত মাষ্টার প্লান প্রায় ১২ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে।

চরের বিতরে সড়কপথ বাস্তবায়নের মাধ্যমেই সরকারের উন্নয়নেরছোয়া পেতে যাচ্ছে চৌহালীতে।এনায়েতপুরের সাথে যোগাযোগের সড়কপথের প্রকল্প পুর্ণঙ্গ বাস্তবায়নে চৌহালী হতে পারে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যরেনিলাভ‚মি।

যমুনায় ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে আছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মানুষ। তারা ভাঙ্গন নয়, বেরীবাধ ও যমুনা চরের ভিতরে সড়কপথ দেখতে চায় এলাকাবাসি। তারই ধারাবাহিকতায় চৌহালী উপজেলার কড়াইতলা থেকে নওহাটা ঘাট পর্যন্ত সড়ক পথ গড়ে তোলা সম্ভব হচ্ছে মাননীয় এমপি মহোদয়ের মাষ্টার প্লানপ্রকল্পের মাধ্যমে।

নদীর ভাঙ্গনে অভিশাপ্ত ও অনিশ্চয়তার জন্য প্রস্তত থাকতে হয় দিনের পর দিন আতংকে আর অ-জানায়। নতুন কোনো প্রলয় যখন ভাঙ্গন কবলিত মানুষের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে, তখন প্রত্যাশিত ভাবেই সব সাজানো সৌধকে অপ্রাসঙ্গিক মনে হয়।

আসলে প্রকৃতির সবাই ভালো না থাকালে একা কেউ ভাল থাকতে পারে না। সবাইকে নিয়েই তো জীবন সুন্দর। সৈকতের বালুতে প্রাণ ফিরে পায় লতারা, তাই নিজের মতো সাজাতে চায় চৌহালীর প্রকৃতি। তারই ধারাবাহিকতায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন রিমোট জনপদের অবহেলিত চৌহালীকে এমপি মহোদর মাষ্টার প্লানে গড়ে তুললেন প্রায় ১২ কিঃমিঃ সড়ক পথ। নদীমাতৃক গ্রাম বাংলার দৃশ্যমান রাস্তা ঘোরজানের কড়াই তলা থেকে স্থল ইউনিয়নের নওহাটা বাজার হয়ে খেয়াঘাট পর্যন্তসড়কপথ।

কালের পরিবর্তনের কারণে যমুনার ভাঙ্গনে বদলে গেছে আমাদের চৌহালী। যমুনা নদীর চরের ভিতর দিয়ে গড়ে উঠা সড়কপথেই নতুন বছরে নিজের মতো সাজাতে চায় প্রকৃতিক সৌন্দয্যের বিনোদন ও পর্যটকদের পর্যটনের চরাঅঞ্চল। নদীর পার ও রাস্তার দু-পাশ শাসন করে গড়ে তোলা হোক ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সড়ক। মাষ্টার প্লানের প্রজেক্ট বাস্তবায়নে গড়ে উঠবে অর্থনৈতিক সম্ভাবনার চৌহালী। মুছে যাক ছইহীন সার্বিস নৌকায় যাত্রীদের চলাচলের দুর্ভোগ।

এ সড়ক পথ স্থাপনে চৌহালী সদর খেয়াঘাট পার হয়ে মুরাদপুর দিয়ে নওহাটা ঘাট থেকে খেয়া নৌকা পার হয়ে এনায়েতপুর নৌঘাটে সড়কপথ ও এনায়েতপুর নৌঘাট থেকে ইঞ্জিন চালিত সার্বিস নৌকায় চৌহালী যাওয়ার যোগাযোগ মাধ্যম রয়েছে।

সিরাজগঞ্জ এবং চৌহালীর মানুষের প্রত্যাশা পুরনে সরকারের উন্নয়ন ও রাজস্ব আদায়ের একটি যুগান্তকারী পর্যটক শহরে রুপনিবে যদি সড়ক পথের দুই পাশেই বসতভিটে, শিক্ষ প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাট বাজার, সড়ক পাকা ও দু পাশের মাটি ধস বন্ধে কাজ করা হলে মন্তব্য করেছেন অভিজ্ঞ মহল।

স্থল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, এ সড়কপথ স্থাপনে পর্যটকদের পথচারণায় মুখরিত হয়ে উঠবে বিজ্ঞান ও প্রযুক্তির ডিজিটাল যুগে ডিজিটাল চর। সড়কের নির্মাণ কাজ বাস্তবায়ন ও পাকা সড়ক নির্মাণ করা হলে চৌহালীর ২ ল¶ মানুষের কষ্ট লাগব হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া বলেন, উপজেলায় দৃশ্যমান এ সড়কপথ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উপসচিব মোছাঃ আজমেরী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ন সচিব এস এম এনামুল করিম, উপপরিচালক শেখ সিরাজুল ইসলাম, রাজশাহী বিভাগের অতিরিক্ত নিভাগিয় কমিশনার ( রাজস্ব) ও জেলা ত্রাণ ও পুর্নবাসন অফিসার মোঃ আঃ রহিম। এরাস্তায় ১০ টি সেতু নির্মাণ পরিকল্পনা প্রস্তাব দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সুপারিশ প্রেরণ করা হয়েছে, ২ টি সেতুর কাজ চলমান রয়েছে। ২টিমুজিব কিল্লা স্থাপন করা হবে ঘোরজান ইউনিয়নে একটি ও স্থল ইউনিয়নে একটি।চরের ভিতর দিয়ে দৃশ্যমান সড়কপথের নির্মান কাজ হচ্ছে, এখন সহজেই খেয়া পার হয়ে সল্প সময়ে সিরাজগঞ্জের সাথে চৌহালীর যোগাযোগ একটি সেতুবন্ধন হিসেবে গড়ে উঠবে।

উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার বলেন, এ রাস্তা সচল হলে চৌহালী বাসির বাচবে সময়, কমবে ভোগান্তি, আশা যাওয়া ও বিনোদন বান্ধব মানুষের পথচলায় মুখরিত হয়ে উঠবে চৌহালী।

আব্দুল মমিন মন্ডল এমপি মহোদর বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন উন্নয়ন বাস্তবায়নে অংশ হিসেবে এ প্রস্থাবিত প্রাকলন সারে ৫ কোটি টাকার প্রকল্পের প্রাথমিক পর্যায়ে ৪০ লক্ষ টাকার কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে এ রাস্তার কাজ সম্পর্ণ করা হবে।এ প্রজেক্ট বাস্তবায়নে একটি পরিকল্পিত রাস্তা গড়ে তোলা ও চরের ভিতর সড়কপথে রুপ স্থাপনে সিরাজগঞ্জ, বেড়া – শাহজাদপুর ও চৌহালী এনায়েতপর এলাকাবাসী একটি বড় দাবি পুরণ হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর