ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ১০নং নাটিমা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি,২নং ওয়ার্ডের দুই দুই বার নির্বাচিত ও বর্তমান মেম্বার,সমাজসেবক মন্টু মিয়া এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি এই করোনা সংকটে অভাবনীয় অবদান রেখে চলেছেন। একই সাথে সুযোগ পেলে সেবার মান আরো বাড়াতে চান তিনি, এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।এলাকার জনগন বলেন, ব্যাপক উন্নয়নের স্বার্থে তার মত মানুষের আবারও প্রয়োজন। তারা মন্টুকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন।মন্টু বলেন,আমি মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে কাজ করে চলেছি। তিনি আরো বলেন, জনগন আমাকে ভালবাসে,তারা সর্বদা আমার পাশে আছে,আমি নিজ উদ্যোগে করোনাকালে গরীব-অসহায় মানুষের খাদ্য সামগ্রী দিয়েছি,মাস্ক বিতরণ করেছি,সর্বদা সব সময় চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। জনগন আগামীতেও আমাকে ১০নং নাটিমা ইউনিয়ন ২নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই,তাই আমিও তাদের সাথে একাত্বতা ঘোষনা করে বলতে চাই,আমি যদি আবারও মেম্বার নির্বাচিত হই,তবে ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।
CBALO/আপন ইসলাম