প্রদীপ কর্মকার:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারের রোদ্ধা শিক্ষামমুলক সামাজিক সংগঠন ও পাঠাগারের উদ্যোগে ব্যাডমিন্টন টূর্ণামেন্টের আয়োজন করে। উক্ত টূর্ণামেন্টে মোট ৮ টি দল অংশ গ্রহন করে। বিজয়ী দল ও রানার্স দল কে নগদ প্রাইজমানি প্রদান করা হয়। ম্যান অফ দ্যা টূর্ণামেন্টে ও প্রত্যেক খেলোয়াড় কে বই প্রদান করে রোদ্ধা।
উক্ত টূর্ণামেন্টে পন্সর হিসেবে ছিলেন, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং নওগাঁ,গ্রামীণ ফ্যাশন সপ,চৌধুরি ট্রেডার্স ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং নওগাঁ, ইউনিকম মাল্টিমিডিয়া নওগাঁ, আমিরুল মিষ্টান্ন ভান্ডার, জাকারিয়া টেলিকম-ভিভো, গ্রামীণ ট্রাভেল মহিষলুটি। খেলাটি পরিচালনা করেন শাহিন আলম, ধারাভাষ্যকার হিসেবে ছিলেন প্রদীপ কর্মকার, সার্বিক সহযোগিতায় রোদ্ধা।
CBALO/আপন ইসলাম