কে, এম আল আমিন :
৬৪,সিরাজগঞ্জ-৩ ( রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার) মাননীয় এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ সলঙ্গার বিভিন্নপুজা মন্ডপ পরিদর্শন করেন।এ সময় তিনি সলঙ্গা ভুষাল হাটা সার্বজনীন দুর্গাপুজা মন্দিরে সলঙ্গার বিভিন্ন পুজা মন্দিরের অনুদান প্রদান করেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ভুষাল হাটা মন্দিরে সাংসদ আব্দুল আজিজের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আ.লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাবেক সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হিরো, মিজানুর রহমান রাসেল, মোখলেছুর রহমান, এস এম রিয়াদুল ইসলাম ফরিদ, তাওহীদুর রহমান বাচ্চু ও রিপন হাসানসহ অনেকে।
CBALO/আপন ইসলাম