ঝালকাঠী প্রতিনিধি:
ঝালকাঠি জেলা রেজিষ্ট্রার নিকট জাল ও ভাক্ত দলিল সৃষ্টি কারী জাকির হোসেন (মিনু) লাইসেন্স বাতিলের আবেদন জানালেন ঝালকাঠীর জেলাা রাজাপুরের মৃত্যু হাজী আপ্তার উদ্দিনের ছেলে মোঃ আমিনুল ইসলাম। মোঃ আমিনুল ইসলাম ঝালকাঠী জেলা রেজিষ্ট্রার বরাবর জাল ভাক্ত দলিল সৃষ্টিকারী রাজাপুরের সাব রেজিষ্টার এর দলিল লেখক মোঃ জাকির হোসেন (মিনু) এর লাইসেন্স বাতিল করার আবেদন উল্লেখ করেন যে বিভিন্ন লোককে হয়রানী ও হেরাজ করার জন্য জাল জালিয়াতির মাধ্যমে পর্চা, জাল ডিগ্রি, জাল ছোলেনামা, জালা দলিল সৃষ্টি করিয়া প্রতারনা করিয়া আসিতেছে। সে দলিল খেলক সমিতির প্রভাবশালী লেখক বিদায় তাহার বিরুদ্ধে কোথাও নালিশ করতে সাহস পায় না।
তিনি ও তার পরিবার তার হয়রানীর শিকার হচ্ছেন। তাই তিনি রাজাপুরের দলিল লেখক মোঃ জাকির হোসেন (মিনু) এর লাইসেন্স বাতিল করাসহ অফিস বাউন্ডারীতে প্রবেশ না করার আবেদন জানান। এ ব্যাপারে জাকির হোসেন (মিনু) সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক ও সত্য নয়।