আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকে:
১ ই অক্টোবর ২০২০ নড়াইলের লোহাগড়া গোয়েন্দা পুলিশের অভিযানে (৩০০) পিচ ইয়াবাসহ, ইয়াবা ব্যবসায়ী মোঃ মিকাইল মল্লিক গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখার এস আই মিল্টন কুমার দেব দাসের নেতৃত্বে, এ এস আই ওবাইদুল্লাহ সহ সংগীয় ফোর্সের সহায়তায় লোহাগড়া থানার গোপিনাথপুর গ্রাম এর কামনা শিশু সেন্টার থেকে (৩০০) (তিনশত) পিচ ইয়াবা সহ ইয়াবা ব্যবসায়ী মোঃ মিকাইল মল্লিক, (২৮) পিং জাকির মল্লিক, সাং দোয়ামল্লিকপুর থানা লোহাগড়া জেলা নড়াইল কে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা পুলিশ।
১ ই অক্টোবর২০২০ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপাশা পুরাতন মাইক্রো স্ট্যান্ডের পাশে কামনা শিশু সেন্ট্রার এর বারান্দায় থাকা মোঃ মিকাইল মল্লিক এর কাছে থাকা (৩০০) পিচ ইয়াবাসহ তাকে অাটক করে, যার মূল্য অানুমানিক একলক্ষ টাকা। আটককৃত মিকাইল সাংবাদিকদের বলেন, তাকে সাজ্জাদ শেখ, (২৮)পিং গফফার শেখ সাং দোয়ামল্লিকপুর লোহাগড়া নড়াইল তাকে এই ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রি করতে দেয়। সে নিয়মিত একজন ইয়াবা ব্যবসায়ী।
স্থানীয় সুত্রে জানা যায় মিকাইল একজন ইয়াবা ব্যাবসায়ী। লোহাগড়া থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ অাশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
#CBALO/আপন ইসলাম