আসসালামু আলাইকুম বন্ধুরা,
আপনাদের সামনে হাজির হলাম, মনের দুটো কথা নিয়ে। কোন কিছু শেয়ার করার ব্যাপারে ফেসবুক এর অবদান অনস্বীকার্য।
অধিকাংশ মানুষ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে তাদের সুখ, দুঃখ, হাঁসি কান্না
আনন্দ বেদনা। আমিও তার ব্যতিক্রম নই। সারা বিশ্বের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এটুকু উপলব্ধি করেছি যে এই দুনিয়ায় মানুষের কোন কর্তৃত্ব নেই।আছে শুধু এক মহান স্বত্ত্বা যাকে চোখে দেখা যায়না ঠিকই তবে অন্তর দিয়ে অনুভব করা যায়। তাছাড়া আমি একজন
বিশ্বাসী মুসলিম তাই পরকালের হিসাব
নিকাশ, কবর আযাব, জান্নাত, জাহান্নাম
ইত্যাদিতে বিশ্বাসী।যতই গুনাহগার হইনা
কেন জান্নাতের নেয়ামত ভোগ করতে সাধ কার না হয়?তাইতো চেষ্টা করে যাচ্ছি বাকিটা তাঁর
ইচ্ছা। বন্ধুত্ব অন্য সব সম্পর্কের চেয়ে কোন
অংশে কম নয়। তাই মনে সাধ হয় সব
বন্ধুরা মিলে যদি জান্নাতে যেতে পারতাম………………..
এজন্য যে আমল গুলো আমি করি তা বন্ধুদের সঙ্গে শেয়ার করছি যার মাধ্যমে এ শেষ জামানায় ধর্মীয় অনুভূতিকে যদি কিছুটা হলেও নাড়া দেওয়া যায়। দোয়া
চাই বন্ধুরা, যেন সুস্থ শরীরে এ প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি এবং আল্লার সন্তুষ্টি অর্জন করে সবাই মিলে-মিশে জান্নাত হাসিল করতে পারি। তাহলে কতই না ভাল হত।
আমীন, ছুম্মা আমীন।
#CBALO/আপন ইসলাম