চলনবিল_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জ জেলার #তাড়াশ_উপজেলার কবি ও সাহিত্যিকগণের মধ্যে থেকে কবি সাবিনা ইয়াছমিন বিনুর জীবন বৃত্তান্ত ।
ইতিহাস ঐতিহ্য সংগ্রাম আর সাফল্যের দর্পনে চলনবিল অঞ্চল একটি ঐতিহাসিক বাস্তবতায় ঐশ্বরিক লীলাভূমি।এই চলনবিলের একটি উল্লেখযোগ্য উপজেলার নাম তাড়াশ। তাড়াশ উপজেলার যে সকল কবি সাহিত্যিক বাংলা সাহিত্য ভান্ডার সমৃদ্ধ করার প্রয়াস পেয়েছেন তাদের মধ্যে সাবিনা ইয়াসমিন বিনু অন্যতম।
#কবি_সাবিনা_ইয়াছমিন_বিনুঃ
কবি১৯৭১সালে ২ ফেব্রুয়ারী ঢাকার জুরাইনে জন্ম গ্রহণ করেন।তার পিতার নাম মোঃ নুরুল ইসলাম মাতার নাম শায়েস্তা বেগম। স্বামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ হোসেন মল্লিকী’র উৎসাহ ও প্রেরণা পেয়ে সাহিত্যের বিভিন্ন শাখায় অবাধ বিচরণ তার।প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকনুজ্জামান খান আবৃত্তিকার শিমুল মোস্তফা প্রখ্যাত নাট্য ব্যাক্তিত্ব মাসুম আজিজের হাত ধরে আবৃত্তি ও অভিনয় শিখেছেন এবং শৈল্পিক সত্তায় তার সফলতা ও পেয়েছেন।এখনো ক্রীতদাস ও মাকড়সার জাল নাটক তার উজ্জ্বল দৃষ্টান্ত। সংগীত শিল্পী,উপস্থাপক, কবি, অভিনেত্রী,ও প্রাথমিক বিদ্যালয়ের একজন নিখাঁদ নিরলস প্রধান শিক্ষক লিখেছেন প্রচুর। দেশের বিভিন্ন দৈনিক সাপ্তাহিক পত্র-পত্রিকা সহ বিভিন্ন সাহিত্য সাময়িকী তার লেখায় সমৃদ্ধ হয়েছে। প্রকাশের পথে তার একক গ্রন্থ সমুহ।যৌথ কাব্য গ্রন্থ সংখ্যা অনেক।
#তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি,চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
#প্রকাশনা_অনলাইন_মিডিয়া: ” নৈতিক ভাঙ্গুড়া” এবং” দৈনিক চলনবিলের কথা” ।
#আগামীকাল_প্রকাশিত হবে-
#কবি_আব্দুল_হান্নান_নিপুর জীবন বৃত্তান্ত ।