#চলনবিল_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জ জেলার #তাড়াশ_উপজেলার কবি ও সাহিত্যিকগণের মধ্যে থেকে কবি সাইদুর রহমানের জীবন বৃত্তান্ত।
চলনবিল বিধৌত সম্ভাবনার উর্বরতায় একটি অন্যতম উপজেলা তাড়াশ।সাহিত্য সাংস্কৃতিক চর্চায় এই উপজেলার একটি নিরলস সাহিত্য সাধক কবি সাইদুর রহমান।
#কবি_সাইদুর_রহমানঃ
কবি সাইদুর রহমান ১৯৫৩সালে ৩০ নভেম্বর এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।পিতার নাম হায়দার আলী মাতার নাম লুৎফুন্নেছা গ্রাম বিনসাড়া উপজেলা তাড়াশ জেলা সিরাজগঞ্জ।বেহুলা লক্ষ্মিনদারের ইতিহাস খ্যাত এই জনপদ যেমনটা দেখেছেন তেমনই লিখেছেন ও প্রচুর। দেশের ছোট -বড় স্হানীয় কাগজ সাহিত্য সাময়িকী সহ সাপ্তাহিক ও বিভিন্ন দৈনিক পত্রিকায় তার লেখা বিদ্যমান।সম্পাদনা করেছেন “আগুনের ফুলকি ” সুরভী, ” স্বাধীনতার স্বাদ” লালসূর্য, চলমান, “সুবর্ণ২১” অভিষেক, বিহঙ্গ সহ অনেক সাহিত্য সাময়িকী। একজন আদর্শিক শিক্ষক ও কবি প্রচারবিমুখ মানুষ হিসেবে লিখে চলেছেন অনবরত। বাংলা সাহিত্য ভান্ডার সমৃদ্ধ করার প্রয়াস পেয়েছেন জীবনের প্রতিটি মুহূর্ত। চলনবিলের সাহিত্য সাধনায় তার অবস্থান ও অবদান অপরিসীম।
#তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি,চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
#প্রকাশনা_অনলাইন_মিডিয়া: ” নৈতিক ভাঙ্গুড়া” এবং” দৈনিক চলনবিলের কথা” ।
#আগামীকাল_প্রকাশিত হবে-
#কবি_সাংবাদিক_রুহুল_আমিনের জীবন বৃত্তান্ত