শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
কিছু মানুষ শুধু স্বপ্ন দেখে, আর কিছু মানুষ স্বপ্ন দেখায় ও সেটা পূরণে কাজ করে। ঠিক তেমনি একজন মানুষ হলেন স্বপ্নজয় বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন – SJB এর সম্মানিত সভাপতি ও প্রিয় মানবতার সহযোদ্ধা মোঃ আজাদুল ইসলাম সবুজ। রক্তদানের সময় হলেই প্রিয় সংগঠন কে সার্বিক সহযোগিতা করা, যেকোনো ভাল কাজে সর্বদা এগিয়ে যাওয়া সহ সার্বিকভাবে মানবতার সৈনিক হয়ে কাজ করে যাওয়া শুধু একজন মানবিক মানুষ দিয়েই হয়। আর সেরকমই একজন মানবতার সহযোদ্ধা স্বপ্নজয় বাংলাদেশ এর স্বেচ্ছাসেবী মোঃ আজাদুল ইসলাম সবুজ এর জন্মদিন আজ।
স্বপ্নজয় বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে দোয়া রইলো তার জীবনে শত বছর এই দিনটি ফিরে আসুক ও এভাবেই সারাটা জীবন মানবতার কাজ করে যাক। শুভ জন্মদিন মানবিক মানুষ, সবার অন্যতম প্রিয় স্বেচ্ছাসেবী ও প্রিয় মানবতার সহযোদ্ধা আজাদুল ইসলাম সবুজ। শুভ হোক আপনার আগামীর প্রতিটি পথচলা। অনেক অনেক দোয়া, ভালবাসা ও শুভ কামনা স্বপ্নজয় বাংলাদেশ এর পক্ষ থেকে।