মোঃ নাজমুল হুদা:
শুক্রবার,৮ মে,২০২০ ইং– আজও বমু বিলছড়ি সাবেক ছাত্রলীগ ফাউন্ডেশনের উদ্যোগে করোনা প্রতিরোধে মাস্ক ও প্রচারপত্র বিতরণ অব্যাহত রয়েছে। শুক্রবার( ৮ মে,২০২০ ইং–) বিকালে বমু বিলছড়ি ইউনিয়নের পুকুরিয়া খোলা ও ফাদুখোলা (৭ ও ৮ওয়ার্ডে) এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন বমু বিলছড়ি সাবেক ছাত্রলীগ ফাউন্ডেশনের সেক্রেটারি ও ইউনিয়ন আ,লীগ নেতা মোঃ নাজমুল হুদা,ইউনিয়ন আ,লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল হক, ৮ নং ওয়ার্ড আ,লীগের সম্পাদক মোঃ ইসমাইল,ইউনিয়ন যুবলীগের সি.সহ সভাপতি শেখ তোফায়েল আহমদ, মিসবাহ উল হক প্রমূখ।