মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
অভয়নগর উপজেলায় ভৈরব ব্রীজের উপর নছিমন ও মটর সাইকেলের মারাত্মক দুর্ঘটনা ঘটে। ঘটনা স্থলে মটরসাইকেলে চালক আল- মাছুদ নিহত হয়, এবং অপর আর একজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ সাময়িক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (২৫০ বেডে) উন্নত চিকিৎসার জন্য পাঠান হয়।
কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে জানা য়ায় আহত ব্যক্তির অবস্হা আশঙ্কাজনক। খোঁজ নিয়ে জানা যায় নিহত আল – মাছুদ নওয়াপাড়া বৌ বাজার এলাকার মৃত জুলুর ছেলে। এবং আহত বিশাল একই গ্রামের মোঃ মানুনের ছেলে।