রকিবুল আলম রকিব এর পরিচালনায় সিনেমা ‘কথা দিলাম’।বৃহস্পতিবার(১৭ মার্চ)আনকাট ছাড়পত্র পেলো”কথা দিলাম”সিনেমাটি।আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে সিনেমাটি।।BD29 Multimedia নিবেদিত,ছবিটির কাহিনী,প্রযোজনা ও গীতিকার জসিম উদ্দিন আকাশ।সঙ্গীত পরিচালক পরাগ বিশ্বাস,এস আই টুটুল,আকাশ মাহমুদ,রোহান রাজ।সম্পাদনায় মনির হোসেন আবুল,কালার ও আবহ সংগীত আশিকুজ্জামান অপু।পোষ্ট প্রডাকশন সার্বিক সহযোগীতায় সজিবুজ্জামান দীপু।সঙ্গীত শিল্পী এস আই টুটুল,আকাশ সেন,সালমা,এস কে শানু,হৈমন্তি করসিত দাস।কোরিও গ্রাফার রোহান বেলাল।
‘কথা দিলাম’ সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জামশেদ শামীম,সাবরিনা সুলতানা কেয়া,সমু চৌধুরী, জ্যাকি আলমগীর ও পরাগ বিশ্বাস,কাজল,এছাড়াও অভিনয় করছেন,তাহমিনা মোনা, শেখ স্বপ্না,শাইলা, হাসিমন,সুচনা শিকদার,জাহিদ ইসলাম।
#চলনবিলের আলো / আপন