মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
নওয়াপাড়া বাজারের মেইনরোডে (হাইস্কুলের সামনে) দ্রুত বেগে চলা একটি গাড়ির চাকা খুলে পথচারীকে চাপা দেয়, ঘটনা স্হলে এক পথচারি মারাত্মক ভাবে আহত হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় আহত বেক্তি বুইকারা ড্রাইভার পাড়া নিবাসী মৃত মওলা বক্স এর ছেলে মোহাম্মদ লিটন।
সে একজন মুদি দোকানদার, রোজগের মত দোকানের মালামাল ক্রয় করতেই সে নওয়া পাড়া গেছিল,হটাৎ একটি হাইএক্র মাইক্রোবাসের চাকা খুলে লিটনের উপর পরে, এতে অহত লিটন মারাত্মক ভাবে অহত হয় এবং তার একটি পা ভেংগে যায়। বর্তমান অহত লিটন অভয়নগর উপজেলা স্বাহ্যা কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছে। হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হতে পারে। লিটনের পরিবার জানায়,গাড়ি চালকের অসাবধানতার কারনেই এ দুর্ঘটনা ঘটেছে।