পাবনার সাঁথিয়া উপজেলা ধুলাউড়ি ইউনিয়নের পুরান ধুলাউড়ি কেলান পাড়া মো কুদরত আলী ফকিরের বাড়ীতে আজ রাত আনুমানিক 1:30মিনিটে কয়েলের আগুন হতে আগুনের সুত্রপাত হয়ে ঘর সহ একটি গরু আগুনে পুড়িয়ে এতে প্রায় এক লক্ষ টাকার মত ক্ষতিগ্রস্ত হয় ।স্হানীয় লোকজন বলেন যে মো :কুদরত আলীর একমাত্র সম্বল ছিল এই গরু ও ঘর এলাকাবাসীর সকলের দাবী যে তাকে আর্থিক ভাবে সহযোগিতা করা হোক। স্হানীয় মেম্বার মো আশরাফ আলী জানান যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করে তাকে আর্থিক ভাবে সাহায্য করা হবে বলে আশ্বাস প্রদান করেন।