ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৩নং কুশনা ইউনিয়নের কৃতি সন্তান,ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, সমাজসেবক রওশন আলী মালিতা এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি এই করোনা সংকটে অভাবনীয় অবদান রেখে চলেছেন। একই সাথে সুযোগ পেলে সেবার মান আরো বাড়াতে চান তিনি,এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।এলাকার জনগন বলেন,তিনি আমাদের বিপদ আপদে সব সময়ই ছুটে আসেন,উপকার করেন।তারা রওশনকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন।রওশন বলেন,আমি মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে কাজ করে চলেছি।তিনি আরো বলেন,জনগন আমাকে ভালবাসে,তারা সর্বদা আমার পাশে আছে,আমি নিজ উদ্যোগে করোনাকালে অনেক গরীব-অসহায় মানুষের খাদ্য সামগ্রী দিয়েছি,মাস্ক বিতরণ করেছি,পবিত্র ঈদ এলে আমার সাধ্য মত এলাকার অসহায় মানুষের পোশাক,সিমাই,চিনি,মাংশ সহ নগদ অর্থ দিয়ে তাদের মুখে হাঁসি ফুটারোর চেষ্টা করি। সর্বদা সব সময় আছি এলাকার মানুষের পাশে।জনগন আগামী ইউপি নির্বাচনে কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমাকে দেখতে চাই,তাই আমিও তাদের সাথে একাত্বতা ঘোষনা করে বলতে চাই,আমি যদি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হই,তবে ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
#চলনবিলের আলো / আপন